Logo
Logo
×

সংবাদ

দপ্তর ছেড়ে রাস্তায় নেমে সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৫০ এএম

দপ্তর ছেড়ে রাস্তায় নেমে সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে ‘নিয়ন্ত্রণমূলক ও অবৈধ আইন’ বলে অভিহিত নতুন অধ্যাদেশের বিরোধিতায় সচিবালয়ের অভ্যন্তরে দ্বিতীয় দিনের মতো ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালবেলা সচিবালয় এলাকায় দেখা যায়, বিপুলসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কার্যালয় ছেড়ে নিচে নেমে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন। বিক্ষোভকারীরা শ্লোগান দেন—‘অবিচারমূলক কালো অধ্যাদেশ মানি না’, ‘অধিকার হরণ চলবে না’ ইত্যাদি। এই মিছিল সচিবালয়ের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে ফিরে চলে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কমিটির বৈঠকে ২০১৮ সালের সরকারি কর্মপরিসেবা আইনে সংশোধনী আনার লক্ষ্যে ‘সরকারি কর্মপরিসেবা (পরিমার্জন) অধ্যাদেশ, ২০২৫’-এর একটি খসড়া অনুমোদন দেওয়া হয়।

বিভিন্ন মহলের বক্তব্য অনুযায়ী, প্রায় ৪৫ বছর আগের একটি বিশেষ আইনের কিছু ‘কঠোর ধারা’ নতুন করে সংযোজন করে এই খসড়া প্রস্তুত করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় কর্মচারীদের বিরুদ্ধে সহজে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কিংবা চাকরি থেকে বহিষ্কারের সুযোগ সৃষ্টি হবে। অনেকে এই খসড়াকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা পুনঃমূল্যায়নের দাবি তুলেছেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন