Logo
Logo
×

সংবাদ

ড. ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে: প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:৫৯ পিএম

ড. ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকের বিষয়ে প্রেস সচিব জানিয়েছেন, মিটিংয়ে প্রত্যেকটা দলই তাদের স্ব স্ব অবস্থান তুলে ধরেছে। তারা প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে।

শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ড. ইউনূসের পদত্যাগের খবরের বিষয়ে তারা বলেছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি সবার আস্থা আছে। উনারা তাকে অনুরোধ করেছেন যাতে উনার নেতৃত্বেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।

নির্বাচনের সময় নিয়ে প্রেস সচিব বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত প্রধান উপদেষ্টার দেওয়া ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। এনসিপিও একই সমর্থন জানিয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের বিষয়ে এনসিপি ও জামায়াত বলেছে, এখন যে অবস্থা আছে তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তা নেই। তারা জোর দিয়েছেন যেন নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন