Logo
Logo
×

সংবাদ

চ্যালেঞ্জ অনেক, সমালোচনায় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০২:২৪ পিএম

চ্যালেঞ্জ অনেক, সমালোচনায় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়: অর্থ উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াও বিভিন্ন ধরনের চাপে রয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড–২০২৫–এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অনেকেই আমাদের নিয়ে নানা ধরনের সমালোচনা করেন, আমাদের দুর্বল মনে করেন। সমালোচনা থাকবেই, তবে বাইরে এসব নেতিবাচক বার্তা দেয়, যা ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।”

আসন্ন বাজেট সম্পর্কে সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাজেটে অনেক করছাড়ের প্রস্তাব এসেছে। বাজেট পেশের পর এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। কিন্তু সামাজিক বা সাধারণ মানুষের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যেসব চাপ দিয়েছিল, এবার আমরা সেগুলো পুরোপুরি মানিনি। একটা সমঝোতার জায়গায় পৌঁছানো গেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, “অর্থনীতি একটি প্রয়োগভিত্তিক জ্ঞানশাখা। একে স্কুল ও কলেজ পর্যায় থেকে জনপ্রিয় করতে আমরা কাজ করে যাচ্ছি। এবার ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছে। প্রতিবছর এই আয়োজন তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।”

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “প্রতিটি দশকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ হারে বেড়েছে। কিন্তু এই উন্নয়নের সুফল সবাই পায়নি। বৈষম্য বেড়েছে, কর্মসংস্থানের হার সেই অনুপাতে বাড়েনি। তরুণ বেকারত্ব বেড়েছে। বিগত আড়াই বছর উচ্চ মূল্যস্ফীতিতে জনগণ কষ্টে আছে। একমুখী রাজনৈতিক প্রভাব অর্থনীতিকে পিছিয়ে দেয়।”

মূল প্রবন্ধে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “গত ৯ মাসে হয়তো খুব বড় অর্জন হয়নি, কিন্তু ব্যাংকিং খাতে বহু অনিয়ম ও অব্যবস্থা দূর হয়েছে। অর্থপাচার বন্ধে অগ্রগতি হয়েছে—এটাও বড় অগ্রগতি। তবে রাজনৈতিক অস্থিরতা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”

এবারের সপ্তম আয়োজনের মধ্য দিয়ে সারাদেশ থেকে বাছাইকৃত ২০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে জাতীয় পর্বে বিজয়ী ৫ জনকে পুরস্কার দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন ও ল্যাপটপ। এই বিজয়ীরা আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজারবাইজানে যাবেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন