Logo
Logo
×

সংবাদ

হত্যা ও হামলার অভিযোগে মমতাজের ছয় দিনের রিমান্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০২:৪৫ পিএম

হত্যা ও হামলার অভিযোগে মমতাজের ছয় দিনের রিমান্ড অনুমোদন

মানিকগঞ্জে হত্যা এবং পৃথক হামলার অভিযোগে দায়েরকৃত দুটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও আদালত-৩-এ শুনানি অনুষ্ঠিত হয় এবং উভয় মামলাতেই বিচারকেরা রিমান্ডের আদেশ দেন।

আদালত চত্বরে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদে ফেটে পড়েন। তাঁরা জুতা ও ডিম ছুড়ে মারেন এবং তার ফাঁসির দাবিতে স্লোগান তোলেন। পরিস্থিতি সামাল দিতে আদালত এলাকায় সংখ্যায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

দুটি পৃথক মামলায় শুনানি ও রিমান্ড আদেশ:

সিঙ্গাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মমতাজকে আদালত-১-এ হাজির করা হলে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

অপরদিকে, হরিরামপুর থানায় হামলা, শারীরিক নিপীড়ন ও বাড়ি ভাঙচুর সংক্রান্ত অভিযোগের মামলায় তাঁকে আদালত-৩-এ উপস্থাপন করলে বিচারক আরও দুই দিনের রিমান্ড অনুমোদন করেন।

হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান জানান, “দুই ভিন্ন মামলায় মোট ছয় দিন পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। জাতীয় সংসদে দাঁড়িয়ে মমতাজ বেগম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন, যার কারণে জেলা জুড়ে ক্ষোভ বিরাজ করছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। মানিকগঞ্জের মানুষ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চায়।”

পুলিশ এবং আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীর মিরপুর থেকে সাগর হত্যা মামলায় আটক হওয়ার পর চার দিনের রিমান্ড শেষে মমতাজকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।

 আজ সকাল সাড়ে আটটায় তাঁকে সেখান থেকে মানিকগঞ্জ জেলা আদালতে হাজির করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন