Logo
Logo
×

সংবাদ

ইশরাককে মেয়র ঘোষণা সংক্রান্ত গেজেট স্থগিতের আবেদন খারিজ করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:৫৩ এএম

ইশরাককে মেয়র ঘোষণা সংক্রান্ত গেজেট স্থগিতের আবেদন খারিজ করল হাইকোর্ট

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেটের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন (রিট) হাইকোর্ট থেকে খারিজ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 গতকাল বুধবার রিট আবেদনের শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।

এই রিটটি ১৩ মে দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ, যেখানে তিনি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট চ্যালেঞ্জ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (বর্তমানে নিষ্ক্রিয় দল) শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন, এবং পরদিনই ইসি থেকে আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। এরপর তিনি শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন।

তবে ওই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিএনপি নেতা ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ একটি মামলা করেন। তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য।

পরবর্তী সময়ে, গত বছর ৫ আগস্টের গণবিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ১৯ আগস্ট ঢাকার দক্ষিণসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।

ইশরাকের দায়েরকৃত মামলায় ২৭ মার্চ ২০২৫ সালে ট্রাইব্যুনাল রায় দেন, যেখানে তাপসের জয়ের ঘোষণা বাতিল করে ইশরাককে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এই রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন একটি নতুন গেজেট প্রকাশ করে, যাতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ইসির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হলেও যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফলে ইশরাকপন্থী নাগরিক ও সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন