Logo
Logo
×

সংবাদ

পররাষ্ট্র সচিব হওয়া নিয়ে গুঞ্জন

'যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৫২ পিএম

'যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ'

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে এক মাসের মধ্যে ঢাকা ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আগামীকাল থেকে ছুটিতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীতে ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হতে পারে। ১১ ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকী আগামী মাসের ২০ তারিখে অবসর পূর্ব ছুটিতে যাবেন। ওই দিবস বা তার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করবেন।

সূত্র জানায়, ‘আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তাকে দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এক মাস সময় কেন প্রয়োজন হবে জানতে চাইলে জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন , ‘একজন রাষ্ট্রদূত হঠাৎ করে কর্মরত দেশ ত্যাগ করতে পারে না। নিয়ম অনুযায়ী ওই দেশের নীতি-নির্ধারকদের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত দেশ ত্যাগ করেন।’

এদিকে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে সচিব পদমর্যাদায় উন্নীত করার জন্য এসএসবিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

উল্লেখ্য, আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আগামী দুয়েকদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকে দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ করেছেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন