Logo
Logo
×

সংবাদ

পদ ছাড়ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম

Icon

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৭:৪২ পিএম

পদ ছাড়ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম

আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জসীম উদ্দিনের পরির্বতন নিয়ে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।

পররাষ্ট্র সচিব ছুটিতে যাবেন নাকী চাকরি ছাড়ছেন, জানতে চাইলে উপদেষ্টা বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? চাকরি আছেন। ওনার দায়িত্ব পরিবর্তন হবে।

পররাষ্ট্র সচিব সরে যাচ্ছেন কেন আর আপনারা কেন তাকে সরে যেতে দিচ্ছেন, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে…।

পররাষ্ট্র সচিবের পরিবর্তনের সঙ্গে বাইরের চাপ নিয়ে করা প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যেকোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত এগুলো থাকে। কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজনে নিয়ে নেয় না। এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।

নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন জানতে চাইলে উপদেষ্টা বলেনে, দু’একদিনের সেটা আপনারা জানতে পারবেন।

সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকার গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এক মাস পার হয়েও গেলেও তিনি এখনো দায়িত্ব শুরু করতে পারেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না। 

সুফিউর রহমান তার দায়িত্বে যোদ দিতে কোনো সমস্যা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, জয়েন করতে সমস্যার প্রশ্ন না। এ ব্যাপারে কিছু চিন্তা-ভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথা সময়ে আপনারা জানতে পারবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন