Logo
Logo
×

সংবাদ

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:২৩ পিএম

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাঁরা ‘শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে’ আসন্ন ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা চাচ্ছেন।

অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তাঁরা নিজেদের নানা ‘বৈষম্যের’ কথা তুলে ধরেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন