Logo
Logo
×

সংবাদ

এবার মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ ইশরাকপন্থীদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:২১ পিএম

এবার মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ ইশরাকপন্থীদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর বিষয়ে তাঁর সমর্থকদের নির্ধারিত সময়সীমার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বর্তমান তত্ত্বাবধায়ক প্রশাসন। ফলে রাজধানীর নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির পাশাপাশি মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ করেছেন ইশরাকপন্থী আন্দোলনকারীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কাকরাইলের যমুনা ভবনের কাছাকাছি অবস্থান নেন ইশরাক হোসেনের বিপুল সংখ্যক অনুসারী। তার অন্তত ২০ মিনিট আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যমুনার দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়।

সাবেক সরকারি কর্মকর্তা মশিউর রহমান, যিনি এই আন্দোলনের অন্যতম সমন্বয়কারী, তিনি গতকাল মঙ্গলবার ঘোষণা দেন—আজ সকাল ১০টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মেয়র পদে ইশরাককে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে, তারা আরও কঠোর কর্মপন্থা গ্রহণ করবেন। একইসঙ্গে তিনি ঢাকায় নাগরিক চলাচল ব্যাহত করার হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

এ সময় তিনি জানান, এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের সদস্যরা। তারা জানান, দাবি মানা না হলে নাগরিক সেবাসমূহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে।

বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, পূর্বঘোষিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তারা নতুন কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ভবন মোড় অবরোধ করেন।

সকাল ১০টা পেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেখা যায়, ঢাকাবাসী ব্যানারে সংগঠিত আন্দোলনকারীরা মৎস্য ভবনের কাছে জমায়েত হন এবং সাড়ে ১০টার দিকে তারা মূল মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। বেলা ১১টার দিকে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে জানা গেছে, নগর ভবনের সামনেও ইশরাক হোসেনের পক্ষে প্রতিবাদ চলছে। এতে অংশ নিয়েছেন করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারীও। কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আজও নগর ভবনের সব প্রবেশপথে তালা ঝুলছে, কার্যত প্রতিষ্ঠান অচল। প্রশাসনিক সেবাদান বন্ধ রয়েছে এবং অনেক কর্মকর্তা অঘোষিত ছুটিতে চলে গেছেন।

উল্লেখ্য, নগর ভবনের ভেতরেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর (১৪ মে) থেকে এই দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সময় থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সেখানে আর উপস্থিত হননি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন