নগরভবনের সামনে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৪:২২ পিএম
-682c57cd2e13d.jpg)
সপ্তম দিনের মতো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’র ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে সরেজমিনে দেখা যায়, নগরভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পানি সরবরাহকারী দুটি ট্রাক দাঁড়িয়ে আছে। আন্দোলনকারীদের গরমের তীব্রতা থেকে স্বস্তি এবং তৃষ্ণা মেটাতে সেখান থেকে তাদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে।
মো. আসাদুল ইসলাম নামের একজন ফেসবুকে লেখেন, এই যৌক্তিক আন্দোলনে সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেছেন। এজন্য সিটি করপোরেশন পানির ব্যবস্থা করেছে।
মোবারক হোসেন নামের একজন আন্দোলনকারী বলেন, আমাদের এই যৌক্তিক আন্দোলনে সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে পানি বিতরণের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সিটি করপোরেশনকে তার জন্য ধন্যবাদ।