Logo
Logo
×

সংবাদ

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৬:৪২ পিএম

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল

দীর্ঘ ৮ বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহ-সভাপতি ডিএমপি’র এডিসি  মো. সুমন মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সিনিয়র যুগ্ম সম্পাদক ডিএমপির এডিসিট মহসীন আল মুরাদ, যুগ্ম সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান, জুয়েল ইমরান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী।

সাংগঠনিক সম্পাদক ডিএমপির এডিসি কাজী আবু সাইদ, কোষাধ্যক্ষ মো. মাহমুদুল হাসান চৌধুরী ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম তরফদার।

পরবর্তীতে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সাথে আলোচনাপূর্বক নবনির্বাচিত কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন