Logo
Logo
×

সংবাদ

সাহসিকতার স্বীকৃতি পেলেন বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন-ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৬:৩৭ পিএম

সাহসিকতার স্বীকৃতি পেলেন বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন-ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু

দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করার দক্ষতার জন সাহসিকতার স্বীকৃতি দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদ অবতরণের স্বীকৃতিস্বরূপ ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে। আজ সোমবার ঢাকায় কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে তাদের সম্মাননা স্মারক দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটের বিমানের চাকা খুলে গেলে দক্ষতার সঙ্গে নিরাপদে অবতরণ করার জন্য এ সম্মাননা স্মারক দেওয়া হয়।

উপদেষ্টা তাদের সাহসী প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে এরকম অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন