হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে

ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (তারিখ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক শুনানি শেষে এ নির্দেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী।
তিনি বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে আমরা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছি। উভয় পক্ষের যুক্তি শুনে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
গতকাল রোববার, থাইল্যান্ডগামী ফ্লাইট ধরার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
এরপর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। আজ সকালে ডিবি পুলিশ তাঁকে আদালতে হাজির করে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি দায়ের করা হয় গত জুলাইয়ের গণ-আন্দোলনের সময়, যেখানে অভিযোগ করা হয়—ফারিয়া সরাসরি সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
ভাটারা থানার এক কর্মকর্তার বরাতে জানা গেছে, “গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হলেও পরে পাঠানো হয় গোয়েন্দা পুলিশ সদর দপ্তরে।”
নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ এবং ভারতের কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
এ ছাড়া তিনি মডেল ও টেলিভিশন সঞ্চালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।