Logo
Logo
×

সংবাদ

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:৩৬ এএম

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ৪

 দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ভোরে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একটি ট্রাক ও মাইক্রোবাসের সরাসরি মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান, আর আরেকজন মারা যান ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক এবং অপরজনের নাম দেলোয়ার বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মুন্সিপাড়া এলাকার পাশেই রাস্তাটি ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। এতে করে দুটি গাড়ি একে অপরকে এড়িয়ে চলতে পারেনি।”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন