-682a0341c31ef.jpg)
গত ১৭ মে দিবাগত মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা দাবি করা হচ্ছে, সেনা সদর দপ্তরের ভেতর থেকে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে এবং সেখানে সেনা বিদ্রোহের আশঙ্কা করা হচ্ছে। ভিডিওটিতে মধ্যরাতের দৃশ্য দেখা যায় এবং পটভূমিতে গোলাগুলির শব্দ শোনা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সম্প্রতি ঢাকা সেনা সদর থেকে গোলাগুলির আওয়াজ শোনার কোনো ভিডিও নয়। বরং, ২০২৪ সালের জুলাই আন্দোলনের একটি পুরোনো ভিডিওকে ওই দাবিতে প্রচার করা হচ্ছে।
এই বিষয়ে অনুসন্ধানে, গত বছরের (২০২৪) ১৯ জুলাই অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক প্রোফাইলে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘অসমর্থিত সূত্রে ঢাকার (আজ রাতের দাবি করা) একটি ভিডিও আমার কাছে এসেছে (দেখে মনে হচ্ছে মিরপুর ১০ নম্বর এলাকা স্টেডিয়ামের কাছে, নিশ্চিত নই), আল্লাহ আমাদের সহায় হউন, সাধারণ মানুষের জানমালের হেফাজত করুন।’
জনপ্রিয় মাইক্রোস্টক প্ল্যাটফর্ম শাটারস্টকেও ওই দিন একই ভিডিও প্রকাশ করে এটিকে সেদিন রাতে ঢাকার দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া, সেদিন একই ভিডিও একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয় ।
অর্থাৎ, ভিডিওটি অন্তত গত বছরের ১৯ জুলাই থেকে ইন্টারনেটে বিদ্যমান এবং সেসময় কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এটি প্রচারিত হয়েছিল।
সুতরাং, জুলাই আন্দোলনের একটি পুরোনো ভিডিওকে সম্প্রতি ঢাকা সেনা সদর থেকে গোলাগুলির আওয়াজ আসার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।