Logo
Logo
×

সংবাদ

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৯:১২ পিএম

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ও পল্লবী ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের তথ্য জানা যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন