সাম্য হত্যায় জড়িত মূল অপরাধীদের ধরা হয়নি, অভিযোগ সহপাঠীদের

শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছে ঢাবি শিক্ষার্থী ও তার সহপাঠীরা। আজ রবিবার (১৮ মে) সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ থেকে এই অভিযোগ করেন তারা।
সমাবেশে অংশগ্রহণকারীদের দাবি, তিনজনকে গ্রেপ্তার করা হলেও মূল অপরাধীদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, গত শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করে অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। আজ দুপুরে সেই সময়সীমা শেষ হচ্ছে।
এদিকে, মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিষয়ে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। গতকাল শনিবারই গ্রেপ্তারকৃত তিনজনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেওয়া সবাইকে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।