বিদেশি নাগরিকত্বের ইস্যুতে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করলেন ড. খলিলুর

ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব আছে—বিএনপির এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি।
আজ রবিবার (১৮ মে) বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবিকে এক প্রতিক্রিয়ায় তিনি নিজের এই অবস্থান জানান।
এর আগে গতকাল শনিবার (১৭ মে) খুলনা সার্কিট হাউস মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘আপনি (ড. ইউনূস) একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। তিনি তো বাংলাদেশের জন্য নয়, তার দেশের জন্য কাজ করবেন। মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পাঁয়তারা করা হচ্ছে। আপনি কার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন। ড. ইউনূসকে বলবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না।’
এর জবাবে আজ ড. খলিলুর রহমান বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে অধিকারের সর্বোচ্চটুকু ব্যবহারের জন্য তিনি প্রস্তুত আছেন।
বিএনপি নেতা সালাহউদ্দিনের গতকালের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খলিলুর রহমান ইউএনবিকে বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকারের সর্বোচ্চটুকু চর্চার জন্য আমি প্রস্তুত আছি।
খলিলুর রহমান আরও বলেন, যিনি এই অভিযোগ তুলেছেন তারই দায়িত্ব এটার প্রমাণ করার। প্রয়োজনে বিষয়টি আদালতেও প্রমাণ করতে হবে।