বাসায় গ্যাস জমে বিস্ফোরণ, এক পরিবারের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর আফতাবনগরে একটি ভাড়াবাড়িতে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণে একটি পরিবারের পাঁচজন সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশু। সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১২টার দিকে, বাড্ডা থানার আওতাধীন আফতাবনগরের একটি ভবনের নিচতলায়।
দগ্ধরা হলেন তোফাজ্জল হোসেন (৪৫), মানসুরা আক্তার (৩৫). তাদের তিন কন্যা — তানিশা (১১), মিথিলা (৭) এবং তানজিলা (৪)
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, মানসুরার ৬৮ শতাংশ, তানিশার ৩০ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ এবং তানজিলার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গেছে। এদের কারও অবস্থাই ভালো নয়। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে।”
কীভাবে ঘটল বিস্ফোরণ?
আহতদের এক আত্মীয় জানান, পরিবারটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। সম্প্রতি পাশের সড়কে কাজ করার সময় গ্যাস লাইনের ক্ষতি হয়, যার ফলে গ্যাস লিক করছিল। সম্ভবত জমে থাকা গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটে। হতে পারে কেউ সিগারেট ধরাতে গিয়ে বা রান্না ঘরে চুলা জ্বালাতে গিয়েছিল। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং দেয়াল ধসে পড়ে।
এ ঘটনায় পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হন বলে জানা গেছে।
বিস্ফোরণের পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, এখন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন বাড্ডা থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা।