দেশের ৫৫ জেলায় মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:৪৪ এএম
-68278797cb1b9.jpg)
দেশের ৫০-৫৫টি জেলার ওপর দিয়ে শুক্রবার দিবাগত রাতে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। রাত ১২টার দিকে এক পূর্বাভাসে এই তথ্য জানান কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
পূর্বাভাসে তিনি বলেন, আজ শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ১০টার মধ্যে দেশের ৮টি বিভাগের ৫০-৫৫ টি জেলার ওপর দিয়ে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ রাতে কমপক্ষে ২টি কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
আরেক পূর্বাভাসে পলাশ বলেন, রাত ১টার পর থেকে ৪টার মধ্যে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে। আজ রাতে রাজশাহী শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি অতিক্রমের আশঙ্কা ১০০%।
রাত ২টার পর থেকে সকাল ৬টার মধ্যে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা) ওপর দিয়ে।-