শাহবাগ মোড় থেকে সরানো হলো নার্সিং শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত
প্রায় সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।
আজ বুধবার (১৪ মে) রাত ৮টার পরে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হলে ওই এলাকা দিয়ে যান চালাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুর থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
পুলিশ জানায়, বারবার অনুরোধ করা সত্বেও সড়ক থেকে সরছিলেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। একপর্যায়ে রাত সোয়া ৮টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে এবং মূল সড়ক থেকে সরে যেতে বাধ্য করে। পুলিশ বলছে, অ্যাকশন নয় কৌশলেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে একদফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে নার্সিং শিক্ষার্থীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোগী, সাধারণ মানুষ ও অফিস ফেরত মানুষেরা চরম দুর্ভোগে পড়েন।