ঢাবি ছাত্রদল নেতার ছুরিকাঘাতে মৃত্যু: উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ নিহত সাম্যর মৃত্যুতে বুধবার দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ছাত্রদল।
এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়ে ‘ছাত্র হত্যার বিচার চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন বিশ্ববিদ্যালয় এলাকা। তারা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন, তাদের ব্যর্থতাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন।
সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ সংলগ্ন রাস্তায় বাইক চালিয়ে যাওয়ার সময় আরেকটি বাইকের সঙ্গে সাম্যর সংঘর্ষ হয়। এ নিয়ে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে প্রতিপক্ষের একজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন সকালে নিহত সাম্যর বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।