Logo
Logo
×

সংবাদ

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ৩ দিন কলমবিরতির ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:৫৫ পিএম

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ৩ দিন কলমবিরতির ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী তিন কার্যদিবস কলমবিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। 

আজ বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১টা, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে বেলা ৩টা ও শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করবেন তারা।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ গঠনের পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি কর্মসূচি ঘোষণা করেন। 

মঙ্গলবার (১৩ মে) বিকালে ঢাকার আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, সারা দেশের কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোতে তিন দিন কলমবিরতির সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি এই তিনটি কার্যক্রম চালু থাকবে। তবে এই সময়ে বাকি সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান কর্মকর্তারা। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন