মাগুরায় আট বছরের সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় চাঞ্চল্য সৃষ্টি করা আট বছরের সেই শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল।
তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার অষ্টম দিনে দণ্ডবিধির ৪০২ ধারায় আসামিদের উপস্থিতিতে তাদের বক্তব্য গ্রহণ করা হয়।
সোমবার মামলার যুক্তিতর্ক শুরু হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে যুক্তিতর্ক শেষ হলে বিচারক রায়ের দিন ঘোষণা করেন। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
শিশুটি শ্রীপুর উপজেলার বাসিন্দা। গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে ৬ মার্চ সে যৌন নির্যাতনের শিকার হয়।
পরপরই তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নেওয়া হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন। অভিযুক্তরা হলেন—শিশুটির জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ, তাদের মা রোকেয়া বেগম, এবং তাদের বাবা হিটু শেখ।
মামলার তদন্ত কর্মকর্তা আলাউদ্দিন গত ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে রোকেয়া বেগমের বিরুদ্ধে তথ্য গোপন এবং সজীব ও রাতুলের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
মামলাটি স্থানীয় পর্যায়ে নজরকাড়া একটি ঘটনায় পরিণত হয়েছে। এখন সব দৃষ্টি ১৭ মে রায়ের দিকে।