এনবিআর ভেঙে গঠিত হলো দুটি নতুন বিভাগ: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে বিভাজন করে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১২ মে) রাতে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়। নতুন গঠনতন্ত্র অনুযায়ী এনবিআরকে ভাগ করা হয়েছে “রাজস্ব নীতি বিভাগ” এবং “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” নামে দুটি সত্তায়।
এই নতুন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা এর বিরোধিতা করলেও, তাদের আপত্তি উপেক্ষা করে অধ্যাদেশটি জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও ‘রাজস্ব নীতি বিভাগের’ দায়িত্বে কিছুটা সংশোধন আনা হয়েছে, তবুও এটি মূল কাঠামোয় বড় ধরনের পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের কাজ হবে কর ব্যবস্থার নীতি নির্ধারণ, কর আইন প্রয়োগ ও আদায়ের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ ও মূল্যায়ন করা। অর্থাৎ নীতিগত দিকগুলো তদারকি করবে এই বিভাগ।
অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সরাসরি রাজস্ব আহরণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এ বিভাগের প্রশাসনিক দায়িত্বে শুধু প্রশাসন ক্যাডার নয়, আয়কর ও কাস্টমস ক্যাডার থেকেও কর্মকর্তাদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিভাজন কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশাসনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ একে আধুনিকীকরণের পদক্ষেপ বলছেন, কেউবা আশঙ্কা করছেন আমলাতান্ত্রিক দ্বন্দ্ব ও জটিলতা বাড়তে পারে।