Logo
Logo
×

সংবাদ

'দুর্নীতির অভিযোগে' পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:০১ পিএম

'দুর্নীতির অভিযোগে' পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত

'নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে' পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব। সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো গহয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সাথে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।’

অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত হওয়াদের মধ্যে শুধু পররাষ্ট্র সচিবই কর্মরত রয়েছেন। 

বাকিরা সবাই অবসরে গিয়েছেন। তারা হচ্ছেন— এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন