বিদেশে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য তহবিল পাঠানোর সীমা ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার মার্কিন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি না নিয়েই চিকিৎসা ব্যয়ের জন্য যেকোনো ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পাঠাতে পারবেন।
এর আগে বিশেষ অনুমতি ছাড়াই চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠানোর অনুমোদন ছিল ব্যাংকগুলোর। এই সীমায় এখন ৫ হাজার ডলার বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের নামে বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ১৫ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করা যেতে পারে। এই সীমার মধ্যে গ্রাহকরা ৫ হাজার ডলার পর্যন্ত নগদ অর্থও তুলতে পারবেন।
সূত্র বলছে, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য আগ্রহী অনেক ব্যক্তি এখন থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিকল্প গন্তব্যস্থল বেছে নিচ্ছেন। এই দেশগুলোতে ভ্রমণ এবং চিকিৎসার ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকায় কেন্দ্রীয় ব্যাংক ডলার ছাড় শিথিল করেছে।