Logo
Logo
×

সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:৫১ পিএম

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার সকাল থেকেও চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 

আজ শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে জরুরি বৈঠকটি নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আবার বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য এখনো গণমাধ্যমকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন