Logo
Logo
×

সংবাদ

শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার আন্দোলন, তিন দফা দাবিতে উত্তাল স্লোগান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:৪৮ এএম

শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার আন্দোলন, তিন দফা দাবিতে উত্তাল স্লোগান

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। শনিবার (১০ মে) সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ আন্দোলনকারীরা।

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ চত্বরে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা থেমে থেমে স্লোগান দিচ্ছেন। “ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান” কিংবা “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”—এমন স্লোগানে মুখর শাহবাগ চত্বর। যদিও আগের দিনের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে, তবে বিক্ষোভে উপস্থিত শতাধিক শিক্ষার্থী ও কর্মী আন্দোলন চালিয়ে যাচ্ছেন দৃঢ় অবস্থানে। কেউ কেউ রাত কাটিয়েছেন রাস্তায়, শুয়ে বিশ্রাম নিয়েছেন ব্যানার বা চট বিছিয়ে।

এই অবস্থান কর্মসূচির প্রভাব পড়েছে যান চলাচলে। সকাল থেকেই শাহবাগ মোড়ের আশেপাশের সবকটি সড়ক বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন চলাচল করছে প্রশাসনের সহায়তায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

বিক্ষোভের সূচনা হয় শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে, যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সংলগ্ন মঞ্চ থেকে ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন জোরদার করার। তাঁর বক্তব্য শেষে একটি মিছিল শাহবাগ অভিমুখে রওনা দেয় এবং মোড়ে অবস্থান গ্রহণ করে আন্দোলনকারীরা। সেই থেকেই আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। তিনি জানান, শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে একটি গণজমায়েত অনুষ্ঠিত হবে, যেখানে নতুন করে কর্মসূচি ও দাবি-দাওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে। এর পাশাপাশি চলমান অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

এই আন্দোলনের সূচনা হয়েছিল তার আগের দিন, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে। সেদিন থেকে এনসিপির আহ্বানে শাহবাগ, যমুনার সামনের এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ওই রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিছিল নিয়ে যমুনার সামনে গমন করেন, যেখান থেকে আন্দোলনের বিস্তার ঘটে শাহবাগ পর্যন্ত।

শাহবাগের পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি থেকে সরে আসবেন না। দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এই আন্দোলনের সূত্র ধরে। এখন দেখার বিষয়, সরকার পক্ষ কীভাবে এই ক্রমবর্ধমান গণআন্দোলনের প্রতিক্রিয়া জানায়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন