Logo
Logo
×

সংবাদ

আইভীকে গ্রেপ্তার দেখানো হলো শ্রমিক হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:৪৯ পিএম

আইভীকে গ্রেপ্তার দেখানো হলো শ্রমিক হত্যা মামলায়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে উপস্থাপন করা হয়। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, পুলিশ তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করেনি, এমনকি জামিনও চাওয়া হয়নি। সরাসরি বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

আইভীর বিরুদ্ধে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটির’-এ অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। এই খবরে এলাকার জনগণ উত্তাল হয়ে ওঠে।

রাতেই স্থানীয় হাজারো নারী-পুরুষ সড়কে নেমে এসে প্রতিবাদ জানান। তারা স্লোগান দিতে থাকেন—“রাতের অন্ধকারে নেত্রীকে নিতে দেব না।” জনতার চাপে পুলিশ পিছু হটলেও বাড়ির ভেতরে অবস্থান নেয়।

রাতভর উত্তেজনার পর শুক্রবার ভোরে, সকাল পৌনে ৬টার দিকে আইভী নিজেই পুলিশের গাড়িতে ওঠেন। তখনও বাড়ির সামনে জড়ো হয়ে থাকা শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিতে থাকেন এবং একাত্মতা প্রকাশ করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন