Logo
Logo
×

সংবাদ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআরবির তাহমিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৭:৩৭ পিএম

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী স্বাস্থ্য নেতৃত্বের তালিকায় আইসিডিডিআরবির তাহমিদ

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের 'টাইম ১০০ হেলথ' তালিকায় স্থান পেয়েছেন। টাইমের এই বার্ষিক তালিকায় বৈশ্বিক স্বাস্থ্য খাতে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিকে স্বীকৃতি জানানো হয়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত সম্পদপূর্ণ পরিবেশে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসমাধানে ড. তাহমিদের অগ্রণী অবদানকে এই স্বীকৃতির মাধ্যমে সম্মান জানানো হয়েছে। তার নেতৃত্বে আইসিডিডিআরবি যুগান্তকারী গবেষণা ও জীবনরক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে পৌঁছেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৩ মে নিউইয়র্কে 'টাইম ১০০ ইমপ্যাক্ট ডিনার: লিডারস শেইপিং দ্য ফিউচার অব হেলথ' শীর্ষক অনুষ্ঠানে অন্যান্য মনোনীতদের সঙ্গে অংশ নেবেন ড. তাহমিদ। সেখানে তিনি বক্তব্য দেবেন। পরে এটি টাইমের সম্পাদকীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হবে। এই স্বীকৃতি শুধু ড. তাহমিদের ব্যক্তিগত অর্জন নয়, বরং তরুণ বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের জন্য একটি দৃষ্টান্ত।

ড. তাহমিদ বলেন, 'টাইমের ২০২৫ সালের হেলথ ১০০ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গৌরবের। এই স্বীকৃতি শুধুমাত্র আমার নয়—এটি আইসিডিডিআরবির প্রতিভাবান বিজ্ঞানী ও কর্মীদের, আমাদের বৈশ্বিক অংশীদারদের এবং সেই সব কমিউনিটির, যাদের জন্য আমরা কাজ করি।

তিনি আরও বলেন, আমি টাইমকে এই স্বীকৃতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি এটি অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং এমন বিজ্ঞানভিত্তিক গবেষণায় বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরবে, যা যুদ্ধ, সংঘাত বা বিভাজনে নয়, জীবনকে সমতা, স্বাস্থ্য ও মানব মর্যাদায় উন্নত করে।

টাইম১০০ হেলথ তালিকাটি (http://www.time.com/time100health) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।  এবং টাইমের ২৬ মে ২০২৫ সংখ্যায় মুদ্রিত হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন