Logo
Logo
×

সংবাদ

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিদেশ গমন

জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৬:০৮ পিএম

জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। 

এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “মিডিয়াগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে দেশ উপকৃত হয়। মিথ্যা সংবাদ ছড়ালে প্রতিবেশী রাষ্ট্রগুলো আইনের সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়ায়।” 

তিনি আরও বলেন,‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন