দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় বাবা ভাই-বোনসহ নিহত ৫

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৪:৩১ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়েছে। এতে বাবা ভাই-বোনসহ নিহত ৫ হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ৩ জন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করছি, অ্যাম্বুলেন্সটির যাত্রীরা পেছনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ওই সময় অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি থানায় জব্দ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম আফসানা (২০)। অপর নিহতরা হলেন তার বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। অ্যাম্বুলেন্সের চালকও দুর্ঘটনায় মারা গেছেন। তার নাম মাহাবুব সরদার (২৮)।