Logo
Logo
×

সংবাদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:২৬ পিএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন

আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছেড়েছেন দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে যান বলে নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

পুলিশের বিশেষ শাখার প্রধান মো. গোলাম রসুল বলেন, “তিনি গত রাতে দেশের বাইরে গেছেন।”

বিশ্বস্ত সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। সেখানে সব নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে তিনি থাই এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন। ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে বাধা দেওয়া হয়নি। আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার দুই নিকট আত্মীয়।

চলতি বছরের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সেই ঘটনার পরপরই সহিংসতায় নিহত ও আহতদের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম এফআইআরে উঠে আসে। এর একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল হামিদের নামও রয়েছে বলে কিশোরগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে।

তবে এ মুহূর্তে তার দেশত্যাগকে চিকিৎসা-সংক্রান্ত সফর হিসেবেই দেখা হচ্ছে।

আবদুল হামিদ ২০১৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। তার আগে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পরে স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন।

এই প্রথমবারের মতো অভ্যুত্থান-পরবর্তী সময়ে তার বিদেশ গমনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। যদিও সরকারি কোনো পক্ষ বা সামরিক প্রশাসনের তরফ থেকে তার এই যাত্রা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন