Logo
Logo
×

সংবাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য দিল্লিতে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৫০ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য দিল্লিতে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যে আরাঘচির আগমন "ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও প্রসারিত করতে একটি সুযোগ তৈরি করেছে।"

ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বেশ কয়েকটি বিমান হামলা চালানোর একদিন আগে আরাঘচি পাকিস্তানে ছিলেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

সাম্প্রতিক সংঘর্ষের আগেই তিনি ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। সূত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন