Logo
Logo
×

সংবাদ

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার

এ মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান। আজ বুধবার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা। 

উপদেষ্টা বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। তবে এ মুহূর্তে দাম বাড়ানোর কোনো চিন্তা নেই। জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়। মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এ দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়।

উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেন, গ্যাসের জন্য এ বছর ৫০টি কূপ খনন করা হবে এবং আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। সেখান থেকে ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন