Logo
Logo
×

সংবাদ

পুলিশের উচ্চ পদে রদবদল

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৪:৫২ পিএম

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান ছিলেন তিনি। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ অধিশাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিল্পাঞ্চলের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) সিবগাত উল্লাহকে সিআইডির প্রধান করা হয়েছে। সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসেবে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি সোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন