-681a13c9e10bf.jpg)
দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে থেকে বেলা ১টা ২৬ মিনিটে শাশুড়ির সঙ্গে গুলশানের বাসায় পৌঁছান ডা. জুবাইদা রহমানও।
এরপর সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছর পর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ হয় ডা. জুবাইদা রহমানের। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দুজনই।
স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বরে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি।
জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান। জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে মা সৈয়দা ইকবাল মান্দ বানু থাকেন। সম্প্রতি অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ।