Logo
Logo
×

সংবাদ

সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৩৬ পিএম

সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন, একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (৬ মে) ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিসি তালেবুর জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগ রয়েছে। 

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির এই অভিযান অব্যাহত থাকতে। এছাড়া ঝটিকা মিছিলসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা বিভাগের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, রবিবার (৪ মে) সকালে অভিযান চালিয়ে ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ডিসি তালেবুর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন