Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:১২ পিএম

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে। আজ মঙ্গলবার (৬ মে) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল।

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ সকাল পৌনে ১১টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতা-কর্মীরা আসেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন