Logo
Logo
×

সংবাদ

বিমানবন্দর থেকে গুলশান সড়কে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০৬ পিএম

বিমানবন্দর থেকে গুলশান সড়কে জনস্রোত

ছবি: সংগৃহীত

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই অপেক্ষায় আছেন বিএনপি নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা।

শুধু বিমানবন্দর নয়, খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী থেকে শুরু করে একবারে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিএনপি নেতারা রাস্তার দুই পাশে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশও ব্যাপক তৎপর রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪৩ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন