হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৮:৫০ পিএম
-6818d019b60f6.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফেরার উদ্দেশে বাসা থেকে বের হয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
আজ স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ রওনা হবেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।
খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর। এসময় হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যাচ্ছে খালেদা জিয়াকে। হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পেছনে ছেলে তারেক রহমান, ডান পাশে নাতনী জাইমা রহমান ও বাম পাশে পুত্রবধূ জোবাইদা রহমান দাঁড়িয়ে আছেন। এছাড়াও নেতাকর্মীরা চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন খালেদা জিয়ার। সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। গত ৮ জানুয়ারি ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদ জিয়া। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।