Logo
Logo
×

সংবাদ

সন্ধ্যায় নগরবাসীকে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

সন্ধ্যায় নগরবাসীকে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান

আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে মাগরিবের আধাঘণ্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ রাখা এবং বাসাবাড়ির ভেতরে যেন পানি জমতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। আজ সোমবার নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ষষ্ঠ কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

সভায় ডিএসসিসি প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত থেকে আবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় ৫টি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন। সভার শুরুতে গত ২০ মার্চ অনুষ্ঠিত পঞ্চম কর্পোরেশন সভার কার্য বিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন