Logo
Logo
×

সংবাদ

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০১:০৬ পিএম

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিবেদন জমা দেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে ১১ সদস্যের কমিশনটি স্বাস্থ্যখাতের নানা সমস্যার বিশ্লেষণ ও সুপারিশসংবলিত প্রতিবেদন প্রস্তুত করে। কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন জনস্বাস্থ্য, শিশু স্নায়ুবিজ্ঞান, গাইনোকলজি, স্বাস্থ্যনীতিনির্ধারণ, ক্যান্সার ও রিউম্যাটোলজির বিশেষজ্ঞরা এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি।

এটির মধ্য দিয়ে দুই ধাপে গঠিত ১১টি সংস্কার কমিশনের প্রতিবেদনই সরকারপ্রধানের দপ্তরে জমা হলো।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত সংস্কারের উদ্যোগ নেয়।

প্রথম ধাপে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এই কমিশনগুলোর মধ্যে পুলিশ সংস্কার বাদে সবগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে।

দ্বিতীয় ধাপে গঠিত হয় স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার এবং গণমাধ্যম সংস্কার কমিশন। সোমবার জমা দেওয়া স্বাস্থ্যখাতের প্রতিবেদনসহ এই পাঁচটি কমিশনের প্রতিবেদনও এখন প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন