Logo
Logo
×

সংবাদ

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:২৮ এএম

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় ৪–৫টি মোটরসাইকেল থেকে তার গাড়িতে হামলা চালানো হয়। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান।

এ ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতভর যুবলীগ ও স্থানীয় সংগঠনের নেতাসহ ৫৪ জনকে আটক করে। তবে সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন