Logo
Logo
×

সংবাদ

কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ ড. ইউনূসের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৪৭ পিএম

কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ ড. ইউনূসের

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকশ,  বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠান ও চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি।

প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন।

অবস্থার পরিবর্তন হওয়া উচিৎ উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখছি কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। ফলে এসব কাঁচা চামড়া বিক্রির অর্থের ওপর হকদার এই সমাজের দরিদ্র মানুষগুলো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।’

কাঁচা চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কোনো সিন্ডিকেটের কারণে মানুষ যাতে কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়, সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

কোরবানির পশু পরিবহনের সময় ও লেনদেনের সময় যেন কোনো ধরনের নিষ্ঠুরতা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ারও নির্দেশ দেন তিনি। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন