Logo
Logo
×

সংবাদ

সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার

Icon

ইউএনবি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:২৮ পিএম

সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ হত্যা মামলার আসামি সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৩ মে) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া। তিনি জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

র‌্যাবের মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া জানান, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় মাহফুজুর রহমান বিপু (৪৮) ও তার বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফেতে’ মো. আরিফ সিকদারকে (২৬) গুলি করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যায় আরিফ সিকদার।

এ ঘটনায় ভুক্তভোগীর বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, বিপুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র মামলা (ওয়ারেন্টভুক্ত) এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার বিপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব কর্মকর্তা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন