Logo
Logo
×

সংবাদ

নারী পুতুলকে জুতাপেটা করা নিয়ে বিতর্ক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:১১ পিএম

নারী পুতুলকে জুতাপেটা করা নিয়ে বিতর্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশের সময় রাজু ভাস্কর্যের সামনে এক নারীর প্রতিকৃতি ফাঁসিতে ঝুলিয়ে মারধর করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এস আর ফারুক নামের একজন লিখেছেন, আশ্চর্য হওয়ার কিছু নাই, হুমমম একদম ঠিক দেখতে পাচ্ছেন এইটা টিএসসি, রাজু ভাস্কর্য, পাইক্কা...প্ররোচনায় পরা লাল ডিপিওয়ালা আন্টি/আপুরা কেমন বোধ করছেন??

তবে এ বিষয়ে সাংবাদিক এহসান মাহমুদ তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন, এই ছবিটি আমি তুলেছিলাম ১ মে ২০২৫। জাগ্রত জুলাই নামের এক সংগঠন শেখ হাসিনার প্রতিকৃতিতে ফাঁসি দিয়ে একটি কর্মসূচি পালন করেছে। 

আজকে ৩ মে ২০২৫, ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ছবিটি আজকের দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে এবং কয়েকজন টুপি পাঞ্জাবি পরিহিত লোকজন এই ছবিটিকে জুতাপেটা করছে, এমন নিউজ ও সংবাদ পরিবেশন করতে দেখলাম। বাস্তবতা হচ্ছে এই ছবিতে প্রতীকী আক্রমণ করার ঘটনা নারীর প্রতি হেনস্তা বা সহিংসতা নয়। এটা মূলত শেখ হাসিনার প্রতি ঘৃণার প্রকাশ। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির ছবিকে যারা নারীর প্রতি অবমাননা হিসেবে চিহ্নিত করছেন, তারা মূলত আওয়ামী লীগের দোসর। এদেরকে দ্রুত চিহ্নিত করুন। 

এদিকে এহসান মাহমুদের পোস্টের কমেন্টে সাজেদুল ইসলাম নামের একজন লেখেন, মানলাম। কিন্তু শাড়ি টেনে খোলা নিশ্চয় শোভন নয়!

তবে মাসকাউথ আহসান নামের একজন কমেন্টে লেখেন, অনেক ধন্যবাদ আপনাকে, এই তথ্য দিয়ে সাহায্য করায়।

কমেন্টে ইসরাত জানান উরমি লেখেন, তাই নাকি? তো কুশপুত্তলীকায় কি মুখের চেহারা থাকে না? আর কয়ে দিলেন চিহ্নিত করতে?

এর রিপ্লেতে এহসান মাহমুদ লেখেন, বয়স তো অনেক হইছে। বাচ্চা পোলাপানের মত কথা বললে তো হবে না। খেয়াল করে দেখেন, ফাঁসির আসামির মত মুখে কালো জম টুপি আছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন