সহযাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ করলেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
সহযাত্রীদের কষ্ট বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিমানের প্রস্তাব নাকচ করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা। ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা।
বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে ওই ফ্লাইটটি লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব খালেদা জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন।
প্রেস উইং থেকে আরও জানানো হয়, লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ৪ মে রওয়ানা দিয়ে আগামী ৫ মে সোমবার দেশে পৌঁছাবেন।