Logo
Logo
×

সংবাদ

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে স্থানীয়রা দুই ভারতীয়কেও ধরে এনেছে

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৪:২৭ পিএম

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে স্থানীয়রা দুই ভারতীয়কেও ধরে এনেছে

ছবি: সংগৃহীত

দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয়কেও আটক করেছে গ্রামবাসী।

আজ শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)। 

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। 

এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন